বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা। মঙ্গলবার প্রয়াত হলেন হলিউডের বিখ্যাত অভিনেতা জেমস ড্যারেন৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৮ বছর৷
অভিনেতা ড্যারেনের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন ঘনিষ্ঠ বন্ধু ন্যান্সি সিনাত্রা। ইনস্টাগ্রামে পোস্টে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সিনাত্রা লিখেছেন, ’আমার জীবনের সবচেয়ে প্রিয়, সবথেকে কাছের বন্ধুদের একজন, আমার জীবনের একজন চলে গেল। মহাবিশ্ব এবং তার বাইরে একটি দ্রুত এবং সুন্দর যাত্রা কামনা করছি।’
অভিনেতা অ্যালেক বাল্ডউইনও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন৷ ড্যারেনের একটি সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,’ আরআইপি জেমস ড্যারেন। আমি টাইম টানেলে বড় হয়েছি…’
অভিনেতা ড্যারেনের ছেলে জিম মোরেট নিশ্চিত করেছেন, তার বাবা লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে মারা গেছেন। ড্যারেনকে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করার কথা ছিল৷ তবে মহাধমনী ভালভ প্রতিস্থাপনের জন্য খুব দুর্বল বলে মনে করেছিলেন ডাক্তাররা। তারপর ঘুমের মধ্যেই তিনি নিঃশব্দে চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷